আপনার জিজ্ঞাসা
সদকায়ে জারিয়া বলতে কী বুঝায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৭তম পর্বে শায়লা আক্তার একজন জানতে চেয়েছেন, সদকায়ে জারিয়া বলতে কী বুঝায়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : সদকায়ে জারিয়া বলতে কী বুঝায়?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। সদকায়ে জারিয়া হচ্ছে চলমান সদকা। যে সদকা করার পর সেটা দীর্ঘদিন পর্যন্ত চলে সেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। এই দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকবে। হতে পারে কেয়ামত পর্যন্তও থাকতে পারে। আসলে আল্লাহ কতদিন অব্যাহত রাখবেন সেটা আল্লাহই ভালো জানেন। ইসলামের ইতিহাসে অনেক সদকায়ে জারিয়ার কথা বলা আছে যেগুলো শত শত বছর ধরে অব্যাহত রয়েছে। সুতরাং যেসব দান দীর্ঘদিন চলে মানুষ যদি তাতে দীর্ঘদিন ধরে উপকার পান তাহলে সেটাই সদকা জারিয়া।