সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সাউদির নতুন মাইলফলক
কখনও সাকিব নয়তো টিম সাউদি—গত কয়েকবছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে তাদের দ্বৈরথ চলছে। সাকিবকে আগেই পেছনে ফেলেছিলেন টিম সাউদি। এবার প্রথম বোলার হিসেবে গড়লেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫০তম উইকেটের মাইলফলক।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৫ রান খরচায় চার উইকেট নিয়ে সাকিবকে টপকে এই মাইলফলক স্পর্শ করেন সাউদি। ১১৮ ম্যাচে তার উইকেট সংখ্যা এখন ১৫১টি। সাউদির পেছনেই রয়েছে গত বছরের মার্চে সাউদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
২০২৩ সালের মার্চে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সাউদিকে ছাড়িয়ে যান সাকিব। তখন সাকিবের উইকেট ছিল ১৩৬, সাউদির ১৩৪। বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ১৪০টি। সাকিবের পিছিয়ে পড়ার মূল কারণ, গত বছরের জুলাইয়ের পর আর টি-টোয়েন্টিতে খেলেননি তিনি।
এছাড়াও, ১৩০ উইকেট নিয়ে রশিদ খান আছেন তৃতীয় স্থানে। ১২৭ উইকেট নিয়ে সাউদির সতীর্থ ইশ শোধি আছেন চতুর্থ স্থানে। ১০৭ উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে আছেন লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টিতে ২০০৮ সালে অভিষেক হয় সাউদির। তিন ফরম্যাটে তার মোট উইকেট এখন ৭৪৬টি। টেস্টে তার উইকেট ৩৭৪টি। ওয়ানডেতে ২২১টি। চলমান পাকিস্তান সিরিজ শেষে সাকিবের সঙ্গে নিজের ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে সাউদির।