শীতার্তদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানালেন তাসকিন
তীব্র শীতে জবুথবু সারাদেশের মানুষ। গত কয়েকদিন ধরে পড়ছে হাঁড়কাঁপানো শীত। এমনকি ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরেও জেঁকে বসেছে শীতের তীব্রতা। পথের ধারে মানবেতর জীবনযাপন করছেন নিম্নবিত্তরা ও বাস্তুহারা মানুষজন। তাদের পাশে দাঁড়ালেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন তার ছেলে ও কয়েকজন আত্মীয়সহ এমন মানুষদের কম্বল বিতরণ করেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (১৫ জানুয়ারি) একটি ভিডিও প্রকাশ করেন তাসকিন। রাজধানীর মোহাম্মদপুর ও ধানমণ্ডি এরিয়ায় রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের কম্বল বিতরণে দেখা যায় তাকে।
ভিডিওর শেষাংশে সবার জন্য একটি বার্তা দেন তাসকিন। সেখানে সবাইকে সাদ্যমতো অসহায়ের পাশে দাঁড়াতে আহ্বান জানান এই পেসার। পাশাপাশি নিজের ছেলেকে সঙ্গে নিয়ে আসার কারণ হিসেবে জানান, সে যেন ভালো কিছু শিখতে পারে।
তাসকিন বলেন, ‘আমি ও আমার কাজিনরা মিলে কয়েকজনকে কিছু গরম কাপড় দিলাম। আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এলাম, যাতে সে ভালো কিছু শেখে। আমার ভাই, বন্ধু, আত্মীয়রাও দেবেন। আমরা অনেক জ্যাকেট, গরম কাপড় পরেও ঠাণ্ডায় থাকতে পারি না। এই মানুষগুলোর কথা একবার ভাবুন। আমি চাইব আপনারাও এগিয়ে আসুন।’