মেসির বর্ষসেরা হওয়া নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি ফুটবলার ম্যাথাউস
আর্লিং হলান্ডের সমান পয়েন্ট পেয়েও কেন লিওনেল মেসি ফিফার ‘দ্য বেস্ট’ হলেন? তৃতীয়বারের মতো মেসির এ পুরস্কার জেতা নিয়ে এখন বেশ আলোচনা চলছে। এই তালিকায় এবার যোগ দিলেন কিংবদন্তি জার্মান ফুটবলার লোথার ম্যাথাউস। আর্জেন্টাইন তারকার এবারের পুরস্কারটি জেতা ঠিক হয়নি বলে মনে করেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ভোটাভুটির হিসাবে পুরস্কারটা মেসি জিতলেও ম্যাথাউস অবশ্য বিষয়টি মানতে পারছেন না। এই বিষয়ে তিনি বলেন, ‘এবার পুরস্কারটি সে জিততে পারে না। আমার মতে সে গত ২০ বছরের সেরা ফুটবলার। কিন্তু সে প্যারিসে এবং মায়ামিতে খেলেছে। যেখানে সে আলোড়ন তৈরি করেছে, কিন্তু বড় কোনো শিরোপা জিততে পারেননি।’
অবশ্য এর আগে মেসির ব্যালন ডি’অর জেতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ম্যাথাউস। সে সময় তিনি বলেছিলেন, ‘এক বছর ধরে হলান্ডের পারফরম্যান্স মেসির চেয়ে ভালো ছিল। মেসি এটা জেতার যোগ্য নয়। তবে এটা দেখায় যে বিশ্বকাপকে যেকোনো কিছুর ঊর্ধ্বে বিবেচনা করা হয়। আমার কাছে, হলান্ড শেষ ১২ মাসের সেরা খেলোয়াড়।’
উল্লেখ্য, ফিফা দ্য বেস্টের রুলস অব অ্যালোকেশনের ১২ নম্বর ধারাতেই পরিষ্কার বলা আছে, একাধিক খেলোয়াড়ের পয়েন্ট সমান হলে কিসের ভিত্তিতে তাদের আলাদা করা হবে সে বিষয়টি। সেখানে বলা আছে, সেরা খেলোয়াড় নির্বাচনে মোট পয়েন্ট সমান হলে জাতীয় দলের অধিনায়কদের প্রথম পছন্দের ভোট বা ৫ পয়েন্টের ভোট যে বেশি পাবেন, তিনি ওপরে থাকবেন। সেই হিসাবেই হলান্ডের প্রায় দ্বিগুণ ভোট পেয়ে ২০২৩ সালের বর্ষসেরা হয়ে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।