কোন আমল করলে বাসা-বাড়ি নিরাপদ থাকে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৪৯তম পর্বে একজন জানতে চাইলেন, কোন আমল করলে বাসা-বাড়ি নিরাপদ থাকে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কোন আমল করলে বাসা-বাড়ি নিরাপদ থাকে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। বিষয়টি নিয়ে আমি মৌলিকভাবে দুটি কথা বলব। প্রথমত, ঘরের নিরাপত্তার জন্য বাসায় ঘুমানোর আগে সুরা আল-বাকারার ৫৫ নম্বর আয়াত বেশি বেশি পড়বেন। মানে আয়াতুল কুরসি বেশি বেশি পড়বেন। আবার সুরা বাকারার শেষ দুই আয়াতও বেশি বেশি করে পড়বেন। এই দুটি মানুষের নিরাপত্তার জন্য তেলওয়াতের কথা বলা হয়েছে। এটি হাদিসের মধ্যে এসেছে। কোনো ব্যক্তি যদি এই দুটি তেলওয়াত করে তাহলে তার নিরাপত্তার বিষয়টি আল্লাহই দেখবেন।