তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার স্থানীয় প্রেসক্লাব চত্বরে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, অবিরাম ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নাঈম ইসলাম সাঈফি।
এ সময় বক্তারা তনু হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।