ফ্রেঞ্চ লিগের চেয়ে সৌদি লিগকে এগিয়ে রাখলেন রোনালদো
সৌদি ক্লাব আল নাসেরের জার্সিতে ২০২৩ সালটা দারুণ কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। গোলদাতার তালিকায় শীর্ষে থেকে বছর শেষ করেন এই পর্তুগিজ তারকা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনটি ট্রফি জিতেছেন রোনালদো। সেই অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে সৌদি প্রো লিগকে বেশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বলে মন্তব্য করেন রোনালদো।
গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) সৌদি প্রো লিগের সঙ্গে ফ্রেঞ্চ লিগের তুলনা করে রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, সৌদি চ্যাম্পিয়নশিপ ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে খারাপ নয়। আমার মতে এটা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রায় এক বছর সেখানে খেলছি, তাই কী বিষয়ে কথা বলছি, সেটা আমি জানি। আমরা আরও উন্নতির পথেই আছি।’
এছাড়াও নিজের পারফরম্যান্স নিয়ে রোনালদো বলেন, ‘এই মৌসুমে আমি সর্বোচ্চ গোলস্কোরার। একবার ভেবে দেখুন, হলান্ডের মতো তরুণদের হারাতে পেরেছি। আমি গর্বিত এবং দ্রুতই ৩৯-এ পা রাখব। লোকে যখন আমার সমালোচনা করে, কিন্তু আমি সফল হই এটা ভালো লাগে। সমালোচনা আমাকে প্রভাবিত করে না।’
অবশ্য রোনালদোর এভাবে দূতিয়ালি করার কারণ আছে। গত জানুয়ারিতে লোভনীয় সব প্রস্তাবে আল নাসরে নাম লেখান তিনি। পর্তুগিজ তারকার আকস্মিক সিদ্ধান্ত জন্ম দেয় নানা আলোচনার। কারণ ফুটবলের কোনো বড় তারকা সৌদি লিগে নাম লিখিয়েছেন প্রথমবার। রোনালদো যেভাবে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করেছেন নেইমার-বেনজেমার মতো বড় তারকারাও। এরপর থেকে রোনালদো সৌদি লিগের পক্ষেই কথা বলছেন।