গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট শিশু, সড়ক অবোরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জে বাসের চাপায় নিহত হয়েছে এক শিশু। এই ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রাজিব পরিবহণের একটি যাত্রীবাহী লোকাল বাসে ব্যাপক ভাঙচুর চালিয়ে তাতে অগ্নিসংযোগ করে। পরে সড়ক অবোরোধ করে বিক্ষোভ করে তারা।
আজ শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার খানারপাড় চৌধুরী বাড়ির সামনের সড়কে বাসে চাপা পড়ে মারা যায় শিশু আল আমিন (৫)। সে খানারপাড় গ্রামের তরিকুল চৌধুরীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ছেড়ে কোটালীপাড়ায় যাচ্ছিল রাজিব পরিবহণের একটি যাত্রীবাহী লোকাল বাস। বিকেল সাড়ে ৫টার দিকে খানারপাড় এলাকায় পৌঁছালে ওই সড়ক পার হচ্ছিল আল আমিন। এ সময় চাপা পড়ে মারা যায় সে। পরে উত্তেজিত জনতা ওই বাসটিকে প্রায় তিন কিলোমিটার দূরে দত্তডাঙ্গা এলাকায় আটকিয়ে ভাঙচুর করে। পরে আগুন ধরিয়ে দেয়। যদিও কিছু লোক আগুন নিভিয়ে ফেলে। তবে এতে বাসের কিছু অংশ পুড়ে যায়। খানারপাড়ের ঔই স্থানে সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তেজিত জনতা সড়কে গাছ ফেলে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশের দেওয়া ন্যায়বিচারের আশ্বাসে রাত সাড়ে ৮টায় অবরোধ তুলে নেওয়া হয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।