বঙ্গবন্ধু মানে একটি ইতিহাস, একটি দেশ ও একটি পতাকা
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর নেতৃত্বে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে একটি ইতিহাস, একটি দেশ ও একটি পতাকা।
আজ শনিবার সকালে খুলনার ডুমুরিয়ার বান্দা স্কুল অ্যান্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের প্রাণের বিনিময় আমাদের অর্জিত এ স্বাধীনতা। এ অর্জনকে অর্থবহ করতে সবাইকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। যারা স্বাধীনতা চায়নি তারাই তাঁকে হত্যা করেছে। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
মৎস্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে শপথ নিতে হবে। মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়া। সে লক্ষ্য অর্জনে বর্তমান সরকার নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গত সাত বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, নারী উন্নয়ন এবং নারী ক্ষমতায়নসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন বান্দা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৌমেন মণ্ডল ও ভাণ্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস। পরে মৎস্য প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুটবল খেলা উদ্বোধন করেন।
দুপুরে প্রতিমন্ত্রী সাহস ইউনিয়নের চরচরিয়া নারায়ণচন্দ্র চন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করেন।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রী ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।