মুশফিক ঝড়ে খুলনাকে কঠিন চ্যালেঞ্জ বরিশালের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের খেলা তৃতীয় দিনের মতো মাঠে গড়িয়েছে। তিনদিন না পেরোতেই চিরাচরিত রান খরা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে, ষষ্ঠ ম্যাচে সেই আক্ষেপ মেটাল বিপিএলের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল। মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ১৮৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিল বরিশাল।
আজ সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৭ রান তোলে বরিশাল। দলটির হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন মুশফিকুর রহিম।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইব্রাহিম জাদরানকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। দলীয় ১৪ রানের মাথায় থমাসের বলে হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ১১ রান।
জাদরানের বিদায়ের পর সৌম্য সরকারকে নিয়ে দারুণ জুটি গড়েন অধিনায়ক তামিম ইকবাল। এই জুটিতে আসে ৪৬ রান। দলীয় ৬০ রানের মাথায় সৌম্যর বিদায়ে ভাঙে এই জুটি। ১০ বলে ১৭ রান করে রান আউট হন সৌম্য। তার বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন তামিম। এই জুটিতে যোগে হয় আরও ৫৭ রান।
দলীয় ১১৭ রানে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। ৩৩ বলে ৪০ রান করে ফেরেন তামিম। অধিনায়ক তামিমের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলকে এগিয়ে নেন মুশফিক। এই দুই ব্যাটারের দৃঢ়তায় শেষমেশ স্কোরবোর্ডে ১৮৭ রান তোলে বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৮৭/৪ (তামিম ৪০, জাদরান ১১, সৌম্য ১৭, মুশফিকুর ৬৮, মাহমুদউল্লাহ ২৭, মালিক ৫; নাহিদুল ৪-০-২৩-০, থমাস ৪-০-৩৮-১, ফাহিম ৪-০-৩৯-০, আফিফ ১-০-৭-০, নাসুম ৪-০-৪১-১, মুকিদুল ৩-০-৩৪-১)