বিপিএলে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তামিম
চোট কাটিয়ে দীর্ঘদিন পর বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। ফিরেই ফরচুন বরিশালের জার্সিতে প্রথম দুই ম্যাচে নিজের জাত চেনালেন এই বাঁহাতি ব্যাটার। বড় কোনো ইনিংস খেলতে না পারলেও হাসছে তামিমের ব্যাট। রানের এই ধারাবাহিকতায় বিপিএলে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন বরিশালের অধিনায়ক।
গতকাল সোমবার (২২ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েও জিততে পারেনি বরিশাল। দল না জিতলেও এদিন প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে নতুন এক রেকর্ড গড়েছেন তামিম। সবার আগে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই বাঁহাতি ব্যাটার।
খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন বাঁহাতি ওপেনার। তিন হাজার রান ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৩৫ রানের। ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ে নেমেই তা করে ফেলেন। ১১তম ওভারে নাসুম আহমেদের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তামিম। বিপিএলে এখন পর্যন্ত ৯১ ম্যাচের ৯০ ইনিংসে ব্যাটিং করে তিন হাজার ৫ রান করেছেন তামিম। ১২২ দশমিক ৮০ স্ট্রাইক রেটে তোলা এই রানের মধ্যে আছে ২৫টি অর্ধশতক ও দুটি শতক।
তামিমের পেছনেই আছেন মুশফিক। এই ম্যাচে নামার আগে ১১২ ম্যাচে তার দুই হাজার ৯০৮ রান ছিল। ৯২ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। এই ম্যাচে না পারলেও এই বিপিএলে তামিমকে নিশ্চিতভাবে ছুঁয়ে ফেলবেন আশা করা যায়। এই মুহূর্তে মুশফিকের রান দুই হাজার ৯৭৬।
২০১৬ আসরে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের ঘরে ঢোকেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজার রান ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান। তবে ২০১৯ আসরে মুশফিককে পেছনে ফেলেন তামিম। আর দুই হাজার ১৪৪ রান করে পঞ্চম স্থানে সাকিব আল হাসান।