মৃত ব্যক্তির জন্য মেজবানি খাওয়ানো নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭২২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য মেজবানি খাওয়ানো নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য মেজবানি খাওয়ানো নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে চার দিন, চল্লিশ দিন কিংবা মেজবানি করা জায়েজ নেই। এইগুলো বেদআত। এগুলো এখন আমাদের সমাজে খুব প্রচলিত হয়ে পড়েছে। এগুলো পুরোটাই বেদআত। কুলখানি, মেজবানি—এসব বিধান একদমই বেদআত। এটাকে বিধান করার ফলে এটা বেদআত। কিন্তু বিধান না করে, যেকোনো সময় মৃত ব্যক্তির জন্য খাওয়ানো জায়েজ। একদম চার দিনেই করতে হবে, ৪০ দিনে করতে হবে—এসব বিধান জায়েজ নেই। অনেক আলেম এটাকে বেদআত বলেছেন। বেদআতি অনুষ্ঠানে অংশগ্রহণ করাও জায়েজ নেই। তবে, বিধান না করে যেকোনো কেউ মৃত ব্যাক্তির জন্য খাবার খাওয়ালে সেখানে যাওয়া জায়েজ। শুধু বিধান না করলেই হলো। এটা যেকোনো সময়েই করা যায়।