জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
জামালপুরের বকশীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে বকশীগঞ্জ-রৌমারী সড়কের ড্রামব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনির মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনির মিয়া ও তার সঙ্গীরা বকশীগঞ্জ থেকে সিএনজিতে করে রৌমারীর দিকে রওনা হন। সিএনজিটি ড্রামব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাবিল পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী মনির মিয়া (৩০) ও মাহবুব আলী (২৬) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত মাহবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মনির মিয়া ও তার সঙ্গীরা ঢাকা থেকে নিজ এলাকায় ফিরছিলেন বলে জানিয়েছেন তাদের এক সঙ্গী মোস্তফা মিয়া।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।