পর্ষদ সভার দিন ঘোষণা করল ৩০ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একইসঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে। পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, ডোরিন পাওয়ার জেনারেশন এবং সিস্টেমস, বিএসআরএম স্টিলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ), একমি ল্যাবরেটরিজ, রংপুর ফাউন্ড্রি, ফার কেমিক্যাল, আরএন স্পিনিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এমএল ডায়িং, এপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্কস, এটলাস বাংলাদেশ, বিডি কম, ওয়াটা কেমিক্যাল, আইটি কনসালটেন্টস (আইটিসি), আমরা টেকনোলজিস, ক্রাউন সিমেন্ট, জাহিন স্পিনিং, কেডিএস এক্সসরিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট , মীর আকতার, দেশবন্ধু পলিমার, সিভিও পেট্রোকেমিক্যাল, সিনোবাংলা, বিডি সার্ভিস, কাসেম ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল এবং আনোয়ার গ্যালভানাইজিং।
এদের মধ্যে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকেল ২টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ডোরিন পাওয়ার জেনারেশনের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, বিএসআরএম স্টিলসের ২৯ জানুয়ারি বিকেল ৪টায়, বিএসআরএমের ২৯ জানুয়ারি বিকেল ৫টায়, প্রাণের ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, একমি ল্যাবরেটরিজের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, রংপুর ফাউন্ড্রির ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, ফার কেমিক্যালের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, আরএন স্পিনিংয়ের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, অলটেক্সের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, এমএল ডায়িংয়ের ৩০ জানুয়ারি বিকেল ৫টায়, এপেক্স ফুটওয়্যারের ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, আমরা নেটওয়ার্কসের ৩০ জানুয়ারি বিকেল ২টা ৪৫মিনিটে, এটলাস বাংলাদেশের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, বিডি কমের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়. বিডি কমের ৩০ জানুয়ারি বিকেল ৩টায় পর্যদ সভা শুরু হবে।
ওয়াটা কেমিক্যালের পর্যদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৫টায়। আইটি কনসালটেন্টসের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, আমরা টেকনোলজিসের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, ক্রাউন সিমেন্টের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, জাহিন স্পিনিংয়ের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, কেডিএস এক্সসরিজের ২৯ জানুয়ারি বিকেল ৪টায়, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, মীর আকতারের ২৮ জানুয়ারি বিকেল ৩টায়, দেশবন্ধু পলিমারের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, সিভিও পেট্রোকেমিক্যালের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, সিনোবাংলার ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, বিডি সার্ভিসের ২৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায়, কাসেম ইন্ডাস্ট্রিজের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, কোহিনূর কেমিক্যালের ২৯ জানুয়ারি বিকেল ৩টায় এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩০ জানুয়ারি বিকেল ৩টায় পর্যদ সভা শুরু হবে।