ব্রিসবেনের হাতে বিগব্যাশের শিরোপা
টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় আসর বিগব্যাশ লিগ (বিবিএল)। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১৩তম আসরের পর্দা নেমেছে আজ (২৪ জানুয়ারি)। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক সিডনি সিক্সার্সকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রিসবেন হিট। সিডনিকে রীতিমতো পাত্তা না দিয়ে দলটি ম্যাচ জিতে নেয় ৫৪ রানে।
এ জয়ে ১১ বছর পর বিবিএলের শিরোপা উদ্ধার করল ব্রিসবেন। ২০১২-১৩ মৌসুমে প্রথমবার শিরোপা জেতে দলটি। এরপর গত মৌসুমে ফাইনালে উঠেও হার মানতে হয় পার্থ স্কর্চার্সের কাছে। এবার আর স্বপ্নভঙ্গ হয়নি ব্রিসবেনের। দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মাতে তারা।
টস জিতে ব্রিসবেনকে আগে ব্যাটিংয়ে পাঠায় সিডনি। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে ব্রিসবেন। এই রানও যে সিডনির জন্য বিশাল হয়ে উঠবে, তা কে ভাবতে পেরেছিল! জমজমাট ফাইনালের অপেক্ষায় থাকা দর্শকরা বরং দেখে ম্যাড়মেড়ে এক ম্যাচ। কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা সিডনি ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে মোটে ১১২ রানে।
গত বছর ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিবিএলে অংশ নিয়েছে মোট আটটি দল। শেষ হাসি হাসল ব্রিসবেন।