রাজধানীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এনামুল হক নামের এক শ্রমিক নিহত হয়েছেন। উত্তরা ১৩ নম্বর সেক্টরে একটি ট্রাকের নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন। তিনি মাটি কাটার কাজে নিয়োজিত ছিলেন। আজ রোববার (২৮ জানুয়ারি) ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
পুলিশ জানিয়েছে, গভীর রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের লেকের পাড়ের রাস্তার মাটি সমান করছিলাম এনামুলসহ কয়েকজন শ্রমিক। লেকের মাটি নেওয়ার জন্য ড্রাম ট্রাকটি ব্যাক গিয়ার দিলে এনামুল যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
সঙ্গে থাকা অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে এনামুলকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ভোর চারটার দিকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এনামুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার গোনাকর কাঠি গ্রামে। তার বাবার নাম আশরাফ উদ্দিন।