প্যাট কামিন্সের চোখে শামার জোসেফ ‘সুপারস্টার’
শামার জোসেফ। বয়স ২৪। টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ারটাও স্রেফ ১২ দিনের। ১৭ জানুয়ারি অ্যাডিলেডে অভিষেক ক্যাপ পরা শামারের ইতিহাস গড়লেন নিজের দ্বিতীয় ম্যাচেই। ব্রিজব্রেনে দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে জয় উপহার দিলেন শামার।
বিশ্ব ক্রিকেটের বড় নাম অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে যাদের দাপটটাও আরও বিশাল। সেই অস্ট্রেলিয়া জিততে জিততেও আজ হেরে গেল ক্যারিবীয়দের কাছে। আরও ছোট করে বললে হেরে গেল—শামারের কাছে। যার ১১.৫-০-৬৮-৭ এই বোলিং ফিগারের কাছেই হেরে গেল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শামারের অর্জনে বিশ্ব ক্রিকেটে তার জয়জয়কার। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়াও মুগ্ধ শামারে। অসি অধিনায়ক প্যাট কামিন্স তো নিজের জার্সিই বদল করলেন এই ক্যারিবীয় তরুণের সঙ্গে। শামারের অটোগ্রাফসহ জার্সি পেয়ে এই তরুণকে সুপারস্টার বলে অ্যাখ্যা দিলেন বর্ষসেরা এই ক্রিকেটার।
ব্রিজবেনে ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে শামারকে নিয়ে ছবি প্রকাশ করেছেন কামিন্স। ক্যাপশনে লিখেছেন, ‘অসাধারণ অভিষেক টেস্ট সিরিজ। এখনই একজন তারকা। দারুণ খেললে।’
কামিন্সের কথা ভুল নয়। শামার অভিষেক সিরিজেই বুঝিয়ে দিলেন তিনি ক্রিকেটের সবুজ আঙিনার তারকা। সিরিজ সেরা ও ম্যাচসেরা হয়ে বুঝিয়েছেন তারকা হতেই ক্রিকেটের সবুজ আঙিনায় পা রেখেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।