গাজীপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ৬
গাজীপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নেত্রকোনা জেলার দুর্গাপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বালিভর্তি ড্রাম ট্রাকযোগে বিপুল পরিমাণ বিদেশি মদ আসছে। জেলা শ্রীপুর উপজেলার সলিংমোড় পাথারপাড়া এলাকায় এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে তা বিক্রি করা হবে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই ড্রাম ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১২৫ বোতল মদ জব্দ করা হয়। পরে মাদক বহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তি হলেন শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার সাইফ শাহরিয়ার অভি খান (২৮), একই এলাকার আশরাফুল (২৩), নেত্রকোনা জেলার পূর্বধলার নারায়ণ ডহর এলাকার রেজাউল করিম (২৬),দুর্গাপুরের বারমারি গ্রামের শহীদ মিয়া (২৫), শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের আসাদুল ইসলাম রনি (২৬) ও ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরকালিবাড়ি এলাকার ড্রামট্রাকচালক লিমন মিয়া (২৩)।
পুলিশ জানায়, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা।