আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী
আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে অর্থমন্ত্রী এই সহযোগিতার কথা বলেছেন।
অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনীতি, বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। বাংলাদেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে এ বিষয়ে ব্রিটেনের সাহায্য চেয়েছি। তারা সহযোগিতা করতে রাজি হয়েছে।’
এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘আর্থিকখাতে সংস্কার ও উন্নয়নশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে ব্রিটেন। সবকিছু মিলিয়ে সহনশীল বাংলাদেশ দেখতে চাই।’