তনুর হত্যাকারী গ্রেপ্তার না হলে ৪ এপ্রিল ছাত্র ধর্মঘট
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তা না হলে আগামী ৪ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের ডাক দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দেশব্যাপী সংগঠিত নারী-শিশু-হত্যা-ধর্ষণের প্রতিবাদ এবং সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।
লিখিত বক্তব্যে সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সারা দেশে সংগঠিত নারী ও শিশুর ওপর যৌন সন্ত্রাসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, অবিলম্বে হাইকোর্টের যৌননিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়ন করা এবং আদিবাসী নারীদের নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত সামরিক ও বেসামরিক সব অপরাধীকে বিচারের আওতায় আনা।
সংবাদ সম্মেলন থেকে তনু হত্যাকাণ্ড বিষয়ে সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে সময় বেঁধে দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে, আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল। সারা দেশেও কাল এই কর্মসূচি পালন করবে ছাত্র ইউনিয়ন।
এ ছাড়া সারা দেশে নারী ও শিশু হত্যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্লিপ্ততার কারণ জানতে আগামী ৩১ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সমাবেশ এবং এর মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৪ এপ্রিল মঙ্গলবার সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাসসহ অন্যরা।