প্রধানমন্ত্রী একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন : তৌফিক-ই-ইলাহী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবীক্রম বলেছেন, গত সংসদ নির্বাচন প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ ছিল। দেশি-বিদেশি চক্রান্তকারীরা যড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ ফরিদপুরের নির্বাচন। নির্বাচিত হয়ে ফরিদপুরের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরি করছে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে হা-মীম ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব কথা বলেন। ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে গার্মেন্ট কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে এ প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করা হয়।
এসময় তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, ফরিদপুরের এই গ্রামে হা-মীম গ্রুপের ট্রেনিং সেন্টার থেকে দক্ষ জনশক্তি দেশে ও বিদেশে কাজ করে দেশকে উন্নত করবে। দেশের সকল রাজনীতিবিদ এভাবে তাদের অঙ্গীকার রাখলে সরকারের কাজ আরও সহজ হবে, দেশের জনগণের হৃদয় জয় করতে পারবে।
হা-মীম গ্রুপের চোয়ারম্যান মোতালেব হোসেনের উদ্যোগে স্বল্প শিক্ষিত নারী ও পুরুষদের এখানে প্রশিক্ষণ প্রদান শেষে দেশের বিভিন্ন গার্মেন্টসে চাকরির জন্য এই ট্রেনিং সেন্টার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে হা-মীম ট্রেনিং সেন্টার উদ্বোধন করে প্রধান অতিথি। এরপর তিনিসহ অতিথিদের প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন।
হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর-৩ (সদর) আসনের এমপি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, হা-মীম গ্রুপের নির্বাহী পরিচালক জালাল আহমেদ প্রমুখ।