ড. ইউনূসকে গ্রেপ্তারের পরিকল্পনা সরকারের নেই : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে অহেতুক গ্রেপ্তার কিংবা কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে আদালত তার বিরুদ্ধে যে রায় দেবে তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকার পালন করবে।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সিটিটিউটে এ অনুষ্ঠান হয়।
বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার।
আইনমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে আদালত সেগুলো যথাযথভাবে বিচার করবে। আদালত যে রায় দেবে সরকার তা কার্যকর করবে। আমি আবারও বলছি, অহেতুক তাকে (ড. ইউনূস) গ্রেপ্তার কিংবা কারাগারে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে আনিসুল হক বলেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে। এ হত্যার বিচার হারিয়ে যাবে না। এ হত্যাকাণ্ডের বিচার করতে যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত, সেটা সরকার নেবে। তবে তদন্তের কাজের পরিবর্তন করার প্রয়োজন হলে সেটাও করা হবে। ঘটনা যেমনভাবে ঘটেছে যেকোনো সংস্থার জন্য এটা একটু কঠিন তদন্ত শেষ করা। বিচারহীনতার সংস্কৃতি এখন আর নেই।