প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় দুই আসামি ফের রিমান্ডে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির আবারও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রমনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন—দীন ইসলাম ওরফে বাদল ও কবির হোসেন দেওয়ান।
নথি থেকে জানা গেছে, বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার নির্দিষ্ট সময় ও তারিখ উল্লেখ করে ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগে ইমেইল করে আসামিরা। এরপর গত গত ২৯ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তা থেকে আসামিদের গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি টিম। এরপর গত ৩০ জানুয়ারি তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।