রোদে পোড়া ত্বকের দাগ দূর করুন পাঁচ উপায়ে
সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। এই কালচে হওয়ার কারণে অনেক সময় ত্বকে মেছতা অথবা কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। যা চেহারার লাবণ্যতাকে নষ্ট করে। প্রতিদিন বাসায় ফিরে ১০ থেকে ১৫ মিনিট ঘরোয়া যত্ন নিলে এই দাগ দূর হওয়া সম্ভব।
ঘরোয়া কোন প্যাকগুলো দিয়ে রোদে পোড়া দাগ দূর করবেন সেগুলো একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
• ২ টেবিল চামচ শসার পেস্টের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরার রস মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
• দুই টেবিল চামচ দুধের সঙ্গে এক চা চামচ পুঁদিনা পাতা বাটা মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
• কলা চটকে নিয়ে এর সঙ্গে দুই চা চামচ টকদই ও এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
• অ্যাভোকাডো চটকে নিয়ে দুই চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
• এক টেবিল চামচ ওটমিলের সঙ্গে এক চা চামচ মধু ও দুই চা চামচ দুধ মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এবার মুখে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।