তনুর মরদেহ ওঠানোর নির্দেশ
অধিকতর তদন্ত ও ডিএনএ টেস্ট করার জন্য কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ কবর থেকে ওঠানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লার আদালত। আগামী বৃহস্পতিবার ডিএনএ টেস্টের জন্য তনুর মরদেহ ওঠানো হতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম জানান, অধিকতর তদন্ত ও ডিএনএ টেস্ট করার জন্য তনুর মরদেহ কবর থেকে ওঠানোর জন্য আজ সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন তিনি। আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে লাশ ওঠানোর অনুমতি দেন।
মনজুর আলম জানান, সম্ভবত আগামী ৩০ মার্চ পুনরায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ ওঠানো হতে পারে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন আজ সোমবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে জানান, তনু হত্যা তদন্তে নতুন কোনো খবর নেই। আগের অবস্থাতেই আছে।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। বাবার কর্মসূত্রে তনু সেনানিবাস এলাকাতেই থাকতেন। পরে নিজ গ্রামের বাড়ি মুরাদনগরে তনুর লাশ দাফন করা হয়।