ডিএসইর লেনদেন ১৭শ কোটি টাকা ছাড়িয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন এক হাজার ৭০০ কোটি টাকার ঘরে। এদিনের লেনদেন গত ১৬ মাস ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। তবে কমেছে বাজারে মূলধনের পরিমাণ।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, শেয়ার বিক্রির চাপে আজ লেনদেনের শুরুতেই সূচক পতন ঘটে। লেনদেনে শুরুর প্রথম ২০মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১১ দশমিক ৫৪ পয়েন্ট। সেই সময় ডিএসইএক্স অবস্থান করছিল ছয় হাজার ৩৩৪ দশমিক ৫১ পয়েন্টে। সকাল ১০টা ২০মিনিটে লেনদেন হয়েছিল ২৩০ কোটি টাকা। পরবর্তী সময়ে সূচক উত্থানে ফিরে। পরে দিনভর সূচক ছিল উত্থান-পতনে। তবে লেনদেন শেষে ডিএসইএক্স সুচক বেড়েছে ছয় পয়েন্ট। লেনদেন হয় এক হাজার ৭০০ কোটি টাকার ওপরে। বেড়েছে দুই শতাধিক কোম্পানির শেয়ারের দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকা। এই লেনদেন গত ১৬ মাস ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল এক হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭১ হাজার ১৩২ কোটি ৩৭ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭১ হাজার ৪৫৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।
সূচক ডিএসইএক্স ছয় দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৫২ দশমিক ৪৯ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৭ দশমিক ৫০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৫ দশমিক ২৮ পয়েন্টে। ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৮টির ও কমেছে ১৫৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ১০০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৫৪ কোটি ৮৮ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৭ কোটি ২৫ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৪৩ কোটি ৪৪ লাখ টাকা, বিডি থাইয়ের ৩৯ কোটি ৬০ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৩৬ কোটি ৫৩ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৩৬ কোটি ২২ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ৩৩ কোটি ৪৩ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৩১ কোটি ৯৩ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের ২৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ২৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬১ হাজার ৭৫৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৩ হাজার ৬১ কোটি ৪৭ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭৪ দশমিক ৯৯ পয়েন্টে। সিএসই৫০ সূচক এক দশমিক ৪৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৪০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪২ দশমিক ৬৯ পয়েন্টে এবং সিএসআই সূচক পাঁচ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩০টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের দুই কোটি ৩০ লাখ টাকা, ওরিয়ন ফার্মার এক কোটি ৫৬ লাখ টাকা, আরএন স্পিনিংয়ের এক কোটি ৩৬ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৯৪ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ৬৯ লাখ টাকা, বিডি থাইয়ের ৬৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৫৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৫৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৩ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।