আমার বিয়েটা আমার মতো : নিরব
সেনাকুঞ্জে গতকাল সোমবার সন্ধ্যায় হয়ে গেল নিরব-ঋদ্ধির বিবাহোত্তর সংবর্ধনা। অনুষ্ঠানে টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকাদের পাশাপাশি সংবাদকর্মী, বর-কনের আত্মীয়স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন নিরব। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পালিয়ে তিনি বিয়ে করেছিলেন প্রেমিকা তাশফিয়া তাহের ঋদ্ধিকে। তিনি এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। এর আগে গত শনিবার রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় নিরব-ঋদ্ধির গায়ে হলুদ সম্পন্ন হয়।
পরিচিতজনদের উদ্দেশে নিরব বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর একটা জীবন পার করতে পারি। যাঁরা অনুষ্ঠানে সরাসরি এসেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা, আর যাঁরা আসতে পারেননি, অনলাইন বা ফোনে উইশ করেছেন, আপনাদের ধন্যবাদ। আমাদের দুজনেরই অনেক ইচ্ছা ছিল যে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে, সবার দোয়া নিয়ে জীবনটা শুরু করব। শুরু করলাম, তবে একটু দেরিতে।’
পালিয়ে বিয়ে করা নিয়ে নিরব বলেন, ‘বিষয়টা এমন নয় যে পৃথিবীতে আমিই একা পালিয়ে বিয়ে করেছি। আবার বিয়ের দুই বছর পর অনুষ্ঠানও এটাই প্রথম নয়। তবে আমার বিয়েটা আমার মতো। প্রত্যেক মানুষেরই একটা আলাদা ধরন থাকে, আমারও নিজের একটা ধরন আছে। আমরা দুজনই পুরো বিষয়টা অনেক উপভোগ করছি।’
নিরব ও ঋদ্ধির পরিচয় হয় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, অনেকটা নাটকীয়ভাবেই। দিনাজপুরের মেয়ে ঋদ্ধি সেদিন অটোগ্রাফ নিতে এসেছিলেন নিরবের। ১০ ফেব্রুয়ারি তাঁদের প্রথম ফোনে কথা হয়। আর একুশে ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা করেন তাঁরা। ধীরে ধীরে তাঁদের যোগাযোগ রূপ নেয় প্রেমে। প্রেমের সফল সমাপ্তি হয় ২০১৪ সালের ২৬ ডিসেম্বর, সেদিনই পালিয়ে বিয়ে করেন নিরব ও ঋদ্ধি।