ফলাফলে পিছিয়ে নেওয়াজ শরিফের দল, বিজয়ী স্বতন্ত্রদের সঙ্গে ঐক্য করতে চায় পিএমএল-এন
নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই স্বতন্ত্রপ্রার্থীদের থেকে পিছিয়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন। তারপরও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে আশা তার। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তার দল ‘বিজয়ী হওয়ার পর’ তিনি কোয়ালিশন সরকার গঠন করবেন বলে আভাস দিয়েছেন।
জিও টিভি এসব তথ্যের পাশাপাশি তাদের নির্বাচনি ফলাফলের চার্টে রাত ১১টা ২৩ মিনিটে বলেছে, ২৬৫টি আসনের মধ্যে এ পর্যন্ত ২৩৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্রপ্রার্থীরা ৯৫টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, পিএমএল-এন ৬৭টি আসন পেয়েছে। আর পিপিপি ৫২টি, এমকিউএম-পি ১৫টি, আইপিপি তিনটি এবং পিএমএল ও জেইউআই দুটি করে মোট চারটি আসন পেয়েছে।
অপর এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, নওয়াজ বলেছেলেন, ‘আমি শেহবাজ শরীফকে আজ ফজলুর রহমান, খালিদ মকবুল সিদ্দিকী ও আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করার দায়িত্ব দিয়েছি।’