চামেলী খাতুনের প্রথম কাব্যগ্রন্থ ‘ঈশ্বরের প্রতিরূপ’ এখন বইমেলায়
চামেলী খাতুনের প্রথম কাব্যগ্রন্থ ‘ঈশ্বরের প্রতিরূপ’ এখন অমর একুশে বইমেলায়। আবহমান বাংলার সংস্কৃতি, জীবনচেতনা, সমাজ বাস্তবতা, নারীপুরুষের সামাজিক দ্বন্দ্ব-বৈষম্য ফুটে উঠেছে যার পঙক্তিমালায়। কবির ভাষায়, ‘প্রবাহমান মানবজীবনের যে নিরুদ্দেশ যাপন, যে সত্য তা ফুটে উঠেছে’ কবিতায়।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে চামেলী খাতুনের ‘ঈশ্বরের প্রতিরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন হয়। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ‘খই প্রকাশন’ থেকে’ প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে ১৯ নম্বর স্টলে। গায়ের মূল্য ২৪০ টাকা হলেও ২৫ শতাংশ ছাড়ে মেলা থেকে সংগ্রহ করা যাচ্ছে বইটি।
প্রথম বইয়ের অনুভূতি জানতে চাইলে কবি চামেলী খাতুন এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম বই প্রকাশ হয়েছে। অনুভূতিটা একটু অন্যরকম। বলে বোঝানে যাবে না। তবে, কিছু খারাপ লাগাও আছে কবির। তিনি বলেন, ‘যেহেতু প্রকাশনায় আমার লেখাগুলো প্রথম এলো। তাই অনেক কিছুই আমার অজানা ছিল। আগে জানা থাকলে বইটি আরও নান্দনিক করতে পরামর্শ দিতে পারতাম।’
আজ মোড়ক উন্মোচন মঞ্চে কবির চামেলী খাতুনের সঙ্গে ছিলেন তার অর্ধাঙ্গ মো. আবদুর রহমান। আরও ছিলেন কবি ও সংগঠক খায়রুল কবির চঞ্চল, প্রকাশক মোস্তফা মুকুল, রাজিব আকাশ, ডা. জাহিদ প্রমুখ।