মাহমুদউল্লাহ-সৌম্যর ব্যাটে বড় সংগ্রহ বরিশালের
জমে উঠেছে বিপিএলের শেষ চারের লড়াই। পয়েন্ট টেবিলে রংপুর, কুমিল্লা ও চট্টগ্রাম ভালো অবস্থানে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই ফরচুন বরিশাল। প্লে-অফ নিশ্চিতে ছন্দে ফিরতে মরিয়া তামিমের দল। মাহমুদউল্লাহ-সৌম্যদের ব্যাটিং দৃঢ়তায় তলানীতে থাকা দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ফরচুন বরিশাল।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৯ রান তোলে ফরচুন বরিশাল। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৫ রান করেন সৌম্য।
দুই ওপেনার আহমেদ শেহজাদ ও তামিম ইকবালের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত দেয় বরিশাল। যদিও বড় হয়নি জুটি। দলীয় ১৬ রানের মাথায় অধিনায়ক তামিম ইকবালের বিদায়ে প্রথম উইকেট হারায় বরিশাল। তাসকিনের বলে রসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। আউটের আগে করেন চার বলে চার রান।
তামিমের বিদায়ের পরের ওভারেই ফেরেন শেহজাদ। আউটের আগে আট বলে করেন ১০ রান। একই ওভারে ফেরেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিন বলে মাত্র এক রান করেন। মুশফিকের বিদায়ের পর সৌম্যকে নিয়ে জুটি গড়েন মাহমুদউল্লাহ। এই জুটিতে যোগ হয় আরও ১৩৯ রান। দারুণ ব্যাটিং করে দলীয় ১৫৮ রানের মাথায় বিদায় নেন মাহমুদউল্লাহ। খেলেন ৪৭ বলে ৭৩ রানের ইনিংস।
এরপর শোয়েব মালিককে নিয়ে বাকি কাজটা সারেন সৌম্য। এই দুইজনের মারকুটে ব্যাটিংয়ে ১৮৯ রানে থামে বরিশাল। ৪৯ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। ঢাকার হয়ে শরিফুল ও তাসকিন দুটি করে উইকেট নেন।