বইমেলায় যাওয়ার ঘোষণা মুশতাকের
মুশতাক-তিশা দম্পিতকে নিয়ে নানা আলোচনা সমালোচনার ঝড় এখন অমর একুশে বইমেলাতেও। নিজের লেখা বই নিয়ে বেশ প্রচারেই ছিলেন খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশা। অনেকেই আশপাশে দাঁড়িয়ে তোলা ছবি ছাড়ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্যোসাল প্লাটফর্মে ভিউ বাড়াতে অনেকে আবার নিচ্ছিলেন সাক্ষাৎকারও। সেই মুশতাক-তিশাকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে বলে তথ্য ছড়িয়ে পড়ে। যদিও তা অস্বীকার করেন মুশতাক। ৯ ফেব্রুয়ারির এই ঘটনার পর মুশতাক জানান, বাংলা একাডেমি ও পুলিশের সহযোগিতা নিয়ে আবারও মেলায় যাবেন তিনি।
গণমাধ্যমকে মুশতাক বলেন, তার মেলায় যাওয়ার পরিবেশটা বাংলা একাডেমির নিশ্চিত করা উচিত। এ বিষয়ে তিনি বাংলা একাডেমির সঙ্গে কথা বলবেন। আর পুলিশ যদি সহায়তা করে তাহলে পুলিশের সাহায্য নিয়ে মেলায় যাবেন।
খন্দকার মুশতাক আহমেদ বলেন, চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনা তা নয়, আমাকে ক্রমাগত উত্ত্যক্ত করা হয়েছে। আমার বই ছিঁড়ে ফেলা হয়েছে। আমাকে বাজে কথা বলা হয়েছে। কটু স্লোগান দেওয়া হয়েছে। মেলার পরিবেশ রক্ষার্থেই আমরা বেরিয়ে এসেছি। তাই আমি থানায় গিয়ে জিডি করে করেছি। পুলিশের সহায়তা চেয়েছি। তিনি বলেন, আজ আজ ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেট দিয়ে বই মেলায় প্রবেশ করব।