থমথমে ঘুমধুম, আতঙ্কে ঘরবন্দি এলাকাবাসী
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আজও থমথমে। আতঙ্কে ঠিকমতো কাজে বের হচ্ছে না বাসিন্দারা। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) এমন অবস্থা দেখা গেছে।
এদিকে, ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত তিনটি মর্টারশেল নিস্ক্রিয় করেছে বিজিবি। কোনো মিয়ানমার নাগরিক যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে সতর্কবস্থায় রয়েছে তারা। নজরদারি বাড়িয়েছে প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মিয়ানমার অংশ থেকে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলি। যে স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে সেটি মিয়ানমারের ঢেঁকিবনিয়া এলাকা বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী মিয়ানমার বিজিপির কয়েকটি ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে কারা এ আগুন দিয়েছে তা বলা যাচ্ছে না।’
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তুমব্রুর বাসিন্দা রফিকুল আলম এনটিভি অনলাইনকে বলেন, সীমান্তে বিজিপি সদস্যদের বিতাড়িত করে তাদের ঘাঁটিতে আরাকান আর্মির সদস্যদের শক্ত অবস্থান নেওয়ার খবর পাওয়া যাচ্ছে। নিজেদের অবস্থান জানান দিতে রাতের বেলা তারা গুলিবর্ষণ করে, দিনে পাহাড়ে নির্মিত বাংকারে অবস্থান নেয়, যা সীমান্তের এপার থেকেও দেখা যায়। সোমবার ধোঁয়ার কুণ্ডলির সঙ্গে সঙ্গে কিছু গুলির শব্দও ভেসে এসেছে। অন্যদিকে, টেকনাফের নাফ নদীর ওপার থেকে আসছে থেমে থেমে বিস্ফোরণের শব্দ।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘ওপার থেকে যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে বিজিবি সতর্ক পাহারায় আছে।’
নাফ নদী পেরিয়ে একজন রোহিঙ্গাও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুর লাহিল মাজিদ। কোস্ট গার্ড নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে এ পর্যন্ত ১০৪ জন রোহিঙ্গাকে পুশব্যাক করেছে।
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদ অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পাশাপাশি কোনো লোকজন যাতে টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই লক্ষ্যে টেকনাফের সীমান্ত পয়েন্টে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকে দমদমিয়ার নাফ নদ সীমান্তে বিজিবির তিনটি স্পিডবোটের টহল অব্যাহত রয়েছে।