সাকিবের ঝলমলে ইনিংসে রংপুরের বিশাল সংগ্রহ
নিজের দিনে সাকিব আল হাসান কতটা বিধ্বংসী, তার প্রমাণ দিলেন আরেকবার। ছন্দে ফেরা সাকিব তুলে নিলেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্রুততম অর্ধশতক। তার ঝড়ো ইনিংসে ভর দিয়ে দিনের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রংপুর পায় বিশাল সংগ্রহ।
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের জহুর আহেমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে রংপুর তোলে ২১৯ রান।
যদিও শুরুটা ভালো হয়নি রংপুরের। টস জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া দলটি ২৪ রানে হারায় দুই ওপেনারকে। রনি তালুকদার ও রেজা হেনড্রিকস ব্যর্থ হলেও তৃতীয় উইকেটে সেটি পুষিয়ে দেন সাকিব ও শেখ মেহেদি। ৪৮ বলে দুজনের ১০৯ রানের জুটিতে তছনছ হয়ে যায় খুলনার বোলিং। ক্রিজে রীতিমতো প্রলয় শুরু করেন সাকিব। ২০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি।
এবারের বিপিএলে এটিই সবচেয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। এর আগে ২১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন এভিন লুইস। সাকিব ঝড় থামে দলীয় ১৩৩ রানে। ৩১ বলে ২২২.৫৮ গড়ে সমান ছয়টি করে চার ও ছক্কায় ৬৯ রান করেন সাকিব। তাকে ফেরান লুক উড। ছয়টি চার ও চারটি ছক্কায় মেহেদির ব্যাট থেকে আসে ৬০ রান।
শেষ দিকে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের বলে ১৩ বলে অপরাজিত ৩২ রানে ভর দিয়ে রংপুর পায় বিশাল সংগ্রহ। ২৫৮.৩৩ গড়ে সোহানের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও দুটি ছক্কায়।
বল হাতে খুলনার সবাই যেখানে রীতিমতো মার খেয়েছে, সেখানে ব্যতিক্রম ছিলেন উড। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি।