শিমুল বাগানে বসন্তবরণ উৎসব
সুনামগঞ্জের তাহিরপুরে দেশের সর্ববৃহৎ জয়নাল আবেদীন শিমুল বাগানে বসেছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের প্রাণের মেলা। সব বয়সের মানুষ ছুটে এসেছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। শত ব্যস্ততার মধ্যেও পরিবার-পরিজন নিয়ে প্রাণভরে বসন্ত বরণ করতে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে আরও রঙিন করতে জেলা শিল্পকলা একাডেমি এই বসন্তবরণ উৎসবের আয়োজন করে।
বসন্তবরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বসন্তবরণ উৎসবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন প্রমুখ।
এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল।
দিনব্যাপী এই অনুষ্ঠানে পরিবেশিত হয় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ শিল্পীদের গান, নাচ, আবৃত্তি ও ঐতিহ্যবাহী ধামাইল। এ ছাড়া জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যও পরিবেশিত হয়। সব মিলিয়ে জাতি, ধর্ম ও বর্ণ ভেদে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে এই বসন্তবরণ উৎসব।