বিএনপিনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারামুক্ত
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
২০২৩ সালের ১০ অক্টোবর গভীর রাতে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।