ঝরনার উপর থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া পাহাড়ি এলাকায় ঝরনার উপর থেকে পড়ে মো. আনাস (২২) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র। পরে বেলা ৩টার দিকে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সাংবাদিক ইকবাল হোসেন জীবন জানান, ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. আনাস ঝরনার উপর থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যান। পরে তাঁর সহপাঠীরাসহ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান।
নিহত শিক্ষার্থীর বন্ধুরা জানান, কলেজের সাত বন্ধু খৈয়াছড়া ঝরনায় ভ্রমণে এসেছিলেন। দুপুরের পর আনাসসহ সবাই ঝরনার উপরে উঠেন। পরে আনাস অসতর্কতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, নিহত আনাসের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।