তনু হত্যা : ঢাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করেছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অবিলম্বে তনুর হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এই বিচার নিয়ে কোনো প্রকার গাফিলতি করা হলে ভবিষ্যতে আরো তীব্র আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে মিছিলের মাধ্যমে শেষ হয় অবরোধ কর্মসূচি।
গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনির জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তনু। পরে বাসায় ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালভার্টের পাশে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।