যোগ দিলেন নারিন-রাসেল, আরও শক্তিশালী কুমিল্লা
নিঃসন্দেহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশি তারকাদের পাশাপাশি দলটিতে বিদেশি তারকাদেরও ছড়াছড়ি। দলটির অবস্থান এমন, একাদশে কোন তারকাকে রেখে কাকে নামাবে সেটাই যেন মধুর সমস্যা।
এই মধুর সমস্যার নতুন সংযোজন সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন দুই ক্রিকেটার। এরই মধ্যে চট্টগ্রামে টিম হোটেলেও যোগ দিয়েছেন নারিন-রাসেল। দুই নতুন তারকার সংযুক্তিতে আরও শক্তিশালী হল কুমিল্লা।
জাতীয় দল ও আইএল টি-টোয়েন্টিতে খেলতে ব্যস্ত ছিলেন আন্দ্রে রাসেল। সেখান থেকে এসেছেন তিনি। অন্যদিকে নারাইন খেলছিলেন আইএল টি-টোয়েন্টি। দুজনেই এবার মাতাবেন বিপিএল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশী খেলোয়াড়: মঈন আলী, উইল জ্যাক, ম্যাথু ফোর্ডে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লস, ব্রুক গেষ্ট ও রেইমন রেইফার।