ভুল চিকিৎসায় মৃত্যু : পড়াশোনা শেষ করে ফিরতে চেয়েছিলেন ‘দঙ্গল’ কন্যা
পড়াশোনার শেষ করে ফের অভিনয় ফিরতে চেয়েছিলেন অভিনেত্রী সুহানি ভাটনাগর। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন। কিন্তু আর অভিনয়ে ফিরে আসা হয়নি সুহানির। তবে তাঁর সে ইচ্ছা অধরাই রয়ে গেল চিরকালের জন্য…। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান দঙ্গল খ্যাত এই অভিনেত্রী।
২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ছোট্ট ববিতা ফোগাটের ভূমিকায় অভিনয় করে খুব জনপ্রিয় হয়েছিল সুহানি ভাটনাগর। সুহানি ২০০৭ সালে দিল্লির একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। অভিনয়ের পাশাপাশি সুহানির গান ও নাচে আগ্রহ ছিল। পড়াশোনা করেছিলেন ফরিদাবাদের দিল্লি পাবলিক স্কুলে পড়ছে। সুহানি ‘মন্টে কার্লো’ মাধ্যমে বিনোদনে প্রবেশ করেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে খুব একটা সক্রিয় ছিলেন না সুহানি ভাটনাগর। ২০২১ সালের নভেম্বরে ইন্সটাগ্রাম শেষ পোস্ট করেন তিনি। যেখানে কয়েকটি সেলফি পোস্ট করেছিলেন তিনি। তার আগে অবশ্য প্রায়ই নিজের ছবি এবং ভিডিও শেয়ার করতেন তিনি।
হিন্দি দৈনিক জাগরণ এক প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরের পা ভেঙেছিলেন এবং সেকারণেই চিকিৎসা চলছিল তাঁর। সেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ সুহানির শরীরে তরল পর্দার্থ জমা হতে শুরু করে। আর সেটাই নাকি সুহানির এই অকাল মৃত্যুর কারণ।
চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার ফরিদাবাদেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
‘দঙ্গল’ সিনেমাতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। সিনেমাতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি।