অমিতাভকে যন্ত্রমানব বানিয়ে দিল এআই
বলিউডের পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। ইতোমধ্যে পার করেছেন জীবনের ৫৫টি বসন্ত। নিজের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। যা আজও দাগ কেটে আছে অমিতাভ ভক্তদের মনে। তবে এবার প্রযুক্তির ফাঁদে পড়লেন এ অভিনেতা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বলিউডের এ অভিনেতাকে বানিয়ে দিল যন্ত্রমানব।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফিল্মি ক্যারিয়ারের ৫৫ বছর উদ্যাপন করেছেন অমিতাভ। এটি উদ্যাপন করতে এআইয়ের শরণাপন্ন হয়েছেন অভিনেতা। ইন্সটাগ্রামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নিজের ছবি বানিয়ে পোস্টও করেছেন তিনি।
অভিনেতার পোস্টে দেখা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নিজের একটি ছবি বানিয়ে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, সিনেমার এই বিস্ময়কর বিশ্বে ৫৫ বছর এবং এআই আমাকে এর ব্যাখ্যা দেয়। শেষে ইমোজি জুড়ে দেন তিনি।
ছবিতে দেখা যায়, অমিতাভের মাথার একপাশে সিনেমা নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশ। এর মাধ্যমে যেন তিনি বোঝালেন, গোটা জীবন ধরে সিনেমাই তার ধ্যানজ্ঞান। এদিকে অমিতাভের এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও।
বলিউড ইন্ডাস্ট্রিতে সবাই তাকে গুরুজন মানে। খান-কাপুরদেরও ‘বিগ বি’। ইন্ডাস্ট্রির মোস্ট সিনিয়র সিটিজেন।
১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অমিতাভ। বিগত পাঁচ দশকে অন্তত ২০০টির বেশি সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: নমক হারাম, চুপকে চুপকে, অমর আকবর অ্যান্থনি, ত্রিশূল, ডন, অন্ধ কানুন, ইনকিলাব, তুফান, হাম, সূর্যবংশম, বীর-জারা, পরিণীতা, কাভি আলবিদা না কেহনা, ভূতনাথ, স্লামডগ মিলিয়নিয়ার, রা.ওয়ান, ইংলিশ ভিংলিশ, পা প্রভৃতি।
সিনেমা ছাড়াও বিজ্ঞাপনী জগতেও বেশ জনপ্রিয় ‘বিগ বি’।