কর্মসূচিতে অংশ নেওয়া নেতাদের গ্রেপ্তারে ফখরুলের নিন্দা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণের সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপিনেতা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণসহ আরও দুজন যুবদল নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য রোধে ব্যর্থতা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন দখলদার আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। ৭ জানুয়ারীর ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংসা করে তুলেছে।
ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার জনগণের কল্যাণে বিশ্বাসী নয়। যার ফলে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতেও তারা বিচলিত নয়। তবে, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ, আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না।
বিএনপি মহাসচিব বিবৃতিতে আহমেদ তায়েবুর রহমান হিরণসহ দুজন যুবদল নেতার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির জোর আহ্বান জানান।
এ ছাড়া শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মুগদার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি অবিলম্বে হাজী মতিউর রহমান সাগরকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানান তিনি।