প্লে-অফে চোখ রেখে টস জিতে বোলিংয়ে বরিশাল
জিতলেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত। হারলে সম্ভাবনা থাকলেও পড়তে হবে সমীকরণের প্যাঁচে। এমন ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে কুমিল্লার বিপক্ষে আগে বোলিং বেছে নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) শেষ হতে যাচ্ছে বিপিএলের গ্রুপ পর্ব। এরই মধ্যে প্লে-অফের তিনটি জায়গা নিশ্চিত। দলগুলো হলো-রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাকি একটি জায়গা নিয়েই লড়াইটা বরিশাল ও খুলনা টাইগার্সের মাঝে। যদিও ফরচুন বরিশাল অনেকটা প্লে-অফে পা দিয়েই রেখেছে। তবে কুমিল্লার বিপক্ষে জয়টি অফিশিয়ালি তাদের জায়গা নিশ্চিত করার ম্যাচ।
দিনের অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে খুলনা টাইগার্স। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। যাদের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। শেষ ম্যাচটি তাদের শুধুই নিয়মরক্ষার। অপেক্ষাকৃত এই দুর্বল দলকে পেয়েছে বলেই কি না, কিছুটা স্বপ্ন অন্তত দেখতেই পারে খুলনা। তবে, রানরেট তাদের খুব একটা স্বস্তি দিচ্ছে না। তামিম ইকবালের বরিশালের নেট রানরেট +.৪৩৪। আর বিজয়ের খুলনার নেট রানরেট -.৪০০। প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রানরেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। এদিকে বরিশালকেও হারতে হবে কুমিল্লার কাছে।
সবমিলে দিনের প্রথম ম্যাচেই আজ নির্ধারণ হয়ে যাচ্ছে কে যাচ্ছে প্লে-অফে। কারণ, পয়েন্ট টেবিলে বরিশালের পয়েন্ট ১২ আর খুলনার পয়েন্ট ১০। তাই কুমিল্লাকে হারালেই সরাসরি সুপার ফোরে উঠে যাবে তামিম ইকবালের দল।