আপনার জিজ্ঞাসা
শবে বরাতের রোজা নিয়ে ইসলামের ব্যাখ্যা কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, শবে বরাতে কয়টি রোজা রাখতে হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শবে বরাতের রোজা নিয়ে ইসলামের ব্যাখ্যা কী? কয়টা রাখা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এর সঠিক উত্তর হলো, শবে বরাতের কোনো নির্দিষ্ট রোজা নেই। রোজা রাখার নিয়ম নেই। ইসলাম এমন কিছু নেই। যেহেতু রোজা রাখার নিয়ম নেই, সেহেতু কয়টি রোজা থাকবে, এ প্রশ্ন অবান্তর। এই মর্মের কোনো স্পষ্ট হাদিস নেই। রাসুল (সা.)-এর কোনো উক্তি দ্বারা এটি প্রমাণিত হয়নি। একটি হাদিস এ ব্যাপারে বললেও সেটি মিথ্যা প্রমাণিত হয়। শেখ মোহাম্মদ ইবনে আলবানি (রা.) ওই হাদিসটিকে মিথ্যা বলেছেন। তাই বলব, শবে বরাতে কোনো রোজা নেই। এটাই স্পষ্ট বক্তব্য।