ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল নিয়ে গুগল ডুডল
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল উপলক্ষে নতুন গুগল ডুডল তৈরি করেছে গুগল। এর আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল উপলক্ষেও গুগল ডুডল তৈরি করা হয়েছিল।
গতকাল বুধবার ছিল এবারের টি-টোয়েন্টি আসরের প্রথম সেমিফাইনাল আর আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনালে ওঠার লড়াই বোঝাতে দুটি ব্যাট ক্রিস ক্রস আকারে দেওয়া হয়েছে গুগল ডুডলে। আর দুই ব্যাটের মাঝখানে স্থান পেয়েছে একটি ক্রিকেট বল।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রতিদ্বন্দ্বিতা বোঝাতে একটি ব্যাটে নীল রং ও আরেকটি ব্যাট মেরুন রঙের। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জার্সির রঙের সঙ্গে মিলিয়ে এই রং দুটি ব্যবহার করা হয়েছে।
মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই সেমিফাইনাল। এর আগে ৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু উপলক্ষে একটি ডুডল তৈরি করেছিল গুগল।
মোট ১৬টি দল অংশ নিয়েছে এবারের আসরে। খেলা হবে ভারতের সাতটি স্টেডিয়ামে। আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল।
দ্বিতীয় সেমিফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে ভারত বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ডের সাথে।