লেনদেনসহ বেড়েছে মূলধন, উত্থানে সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)। আগের কর্মদিবস রোববার থেকে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ৯‘শ কোটি টাকার ঘরের কাছাকাছিতে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজারে বেড়েছে মূলধন পরিমাণ। সূচক উত্থানের একই চিত্র ছিল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বেড়েছে লেনদেন পরিমান। মূলধন পরিমাণ বেড়েছে। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেনে শুরু প্রথম ৫মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৫ পয়েন্ট। ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল ছয় হাজার ২৮৪ পয়েন্টে। পরে বাড়া-কমার মধ্যে ছিল সূচক। লেনদেনের এক ঘণ্টা ১১মিনিটে ডিএসইএক্স বাড়ে আরও তিন পয়েন্ট। ওই সময় সূচক দাঁড়ায় ছয় হাজার ২৮৭ পয়েন্টে। পরে সূচক কমতে থাকলে। লেনদেনের দুই ঘণ্টা ৫৪মিনিটে ডিএসইএক্স চার পয়েন্ট কমে। পরে ফের সূচক উত্থানে ফিরে। লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট। লেনদেন ৮৯৮ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ২০ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ৮০৪ কোটি ৯৮ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬২ হাজার ২১৬ কোটি ৬৩ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার সূচক ডিএসইএক্স ১৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭২ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৫ দশমিক ৬৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৭ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৩টির ও কমেছে ১৫২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংসের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ৪২ কোটি ৯৬ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৩২ কোটি ৫৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩০ কোটি ১০ লাখ টাকা, আফতাফ অটোর ১৯ কোটি তিন লাখ টাকা, ফরচুন সুজের ১৮ কোটি ৩৭ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ১১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ১১ লাখ টাকা, বিডি থাইয়ের ১৬ কোটি ৪৬ লাখ টাকা এবং মুন্নু ফেব্রিক্সের ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৪ হাজার ৬৭৫ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৪ হাজার ১৮০ কোটি ২৮ লাখ টাকা। সিএসই প্রধান সূচক সিএএসপিআই পাঁচ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩৭ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ২৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক দুই দশমিক ৬৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক পাঁচ দশমিক ৯৫ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৮টির এবং কমেছে ১২০টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির পাঁচ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের দুই কোটি ২০ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের এক কোটি ৭৭ লাখ টাকা, ফাইন ফুডসের এক কোটি ১৫ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৭৪ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৬৭ লাখ টাকা, রবির ৪৮ লাখ টাকা, এবি ব্যাংকের ৪৩ লাখ টাকা, খান ব্রাদার্সের ৪৩ লাখ টাকা এবং ফরচুন সুজের ৩১ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।