কোহলির ব্যাটে বড় সংগ্রহ ভারতের
ধারাবাহিকভাবে ভালো খেলার দারুণ এক নজিরই গড়ে চলেছেন বিরাট কোহলি। প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ বলে ৮২ রানের অসাধারণ ইনিংসের রেশ কাটতে না কাটতেই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেললেন ৪৭ বলে ৮৯ রানের ইনিংস। কোহলির ব্যাটে ভর করে ভারত পেল ১৯২ রানের বড় পুঁজি। ফাইনালে যেতে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৯৩ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণভাবে করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই ব্যর্থ হওয়ার পর আজ হেসেছিল রোহিতের ব্যাট। অষ্টম ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৩১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস। উদ্বোধনী জুটিতে তাঁরা জমা করেছিলেন ৬২ রান। শিখর ধাওয়ানের পরিবর্তে দলে আসা অজিঙ্কা রাহানেও জ্বলে উঠেছেন দারুণভাবে। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে জুটি বেঁধে জমা করেছিলেন ৬৬ রান। ১৬তম ওভারে আউট হওয়ার আগে রাহানে করেছেন ৪০ রান। তবে ওয়েস্ট ইন্ডিজকে শেষপর্যন্ত ভুগিয়েছেন কোহলি। ৮৯ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে মেরেছেন ১০টি চার ও ১টি ছয়। ১৫ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ২৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস।
নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আজ অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক ভারত। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি।
সুপার টেনের এক নম্বর গ্রুপ থেকে শীর্ষস্থান দখল করে সেমিফাইনালে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে ক্যারিবীয়রা হয়েছিল অঘটনের শিকার। হেরে গিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে দুই নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়া ভারতও জিতেছিল তিনটি ম্যাচে।
ইনজুরির কারণে ছিটকে পড়েছেন যুবরাজ সিং। দল থেকে বাদ পড়েছেন ওপেনার শিখর ধাওয়ান। তাদের পরিবর্তে দলে এসেছেন অজিঙ্কা রাহানে ও মনিশ পান্ডে। আফগানিস্তানের বিপক্ষে দলের বাইরে থাকা ক্রিস গেইল ফিরে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশে।
ভারত দল : রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, বিরাট কোহলি, মনিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, জাসপ্রিত বুমরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও আশিস নেহরা
ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রিস গেইল, জনসন চার্লস, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, দিনেশ রামদিন, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, ক্রেইগ ব্রেথওয়েট, স্যামুয়েল বদ্রি ও সুলিমান বেন।