ঈদে ‘সোনার চর’ নিয়ে আসছেন জায়েদ খান
ঢাকাই সিনেমার আলোচিত নায়েক জায়েদ খান। চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন, ডিগবাজি কিংবা নানারকম মন্তব্যের কারণে সারা বছরই আলোচনায় থাকেন এ নায়ক। দীর্ঘদিন ধরে কোনো সিনেমা মুক্তি না পেলেও আসছে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি।
গত ১৮ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সোনার চর। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানা গেছে নতুন খবর। আসছে ঈদুল ফিতরে ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তি পেলে দীর্ঘ প্রায় এক যুগ পর জায়েদ ভক্তরা তাকে সিনেমার পর্দায় দেখতে পাবেন।
সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবেন। এ সিনেমার জন্য নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।
চিত্রনায়ক আরও বলেন, আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে বেশি হলমুখী হন। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।