রাবির ভর্তি পরীক্ষায় মানতে হবে যেসব নিয়ম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী মঙ্গলবার (৫ মার্চ)। পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত৷ এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ চার হাজার ৪৩৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৮৫ হাজার ৬৮০ টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪২ জন ভর্তিচ্ছু। পরীক্ষা দিতে মানতে হবে বেশ কিছু নিয়ম। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
লিখিত বক্তব্যে এসব তথ্যের পাশাপাশি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, এক ঘণ্টাব্যাপী ভর্তি-পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থা তৎপর থাকবে৷ পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ২৫টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জালিয়াতির বিষয়ে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। এখানে কোনো ধরনের জালিয়াতি বা কারসাজির সুযোগ নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ আছে। কোনো প্রকার জালিয়াতি, কারসাজি বা অশুভ তৎপরতা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেলে প্রক্টর দপ্তরকে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি৷ ভর্তি পরীক্ষায় কেউ অসদুপায় অবলম্বন করলে ভর্তি বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, একটা চক্র বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে আসছে৷ তবে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এটা নীরব ঘাতকের মতো ব্যাধি হয়ে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে৷ কিন্তু, অন্যান্য বছরের তুলনায় গত বছর জালিয়াতি অনেকাংশে কম হয়েছে৷ যাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদেরকে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাময়িক বিচার করা হয়েছে৷