নতুন সাত প্রতিমন্ত্রীর কে কোন দায়িত্ব পেলেন
নবনিযুক্ত সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ গ্রহণের পর আজ শুক্রবার (১ মার্চ) রাতেই তাদের দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, নাহিদ ইজাহার খানকে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী, মো. শহীদুজ্জামান সরকার পরিকল্পনা প্রতিমন্ত্রী, নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মো. আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।