বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা নামল। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে প্রথম শিরোপা ঘরে তুলল তামিমের বরিশাল। চ্যাম্পিয়ন হয়ে তারা পেয়েছে দুই কোটি টাকা। অন্যদিকে, রানার্স-আপ কুমিল্লা পেয়েছে এক কোটি টাকা। এছাড়াও কে কোন পুরস্কার জিতলেন, চলুন জেনে নেওয়া যাক এক নজরে…
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় - কাইল মায়ার্স
ফাইনালে রান তাড়ায় নেমে যখন কিছুটা বিপাকে পড়েছিল ফরচুন বরিশাল। তখন ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেন এই ক্যারিবীয় ব্যাটার। ৩০ বলে করেন ৪৬ রান। আর এতেই ফাইনাল সেরার পুরস্কার উঠে তার হাতে।
টুর্নামেন্টের সেরা ফিল্ডার - মোহাম্মদ নাঈম
এবারের বিপিএলের অন্যতম সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন দুর্দান্ত ঢাকার ক্রিকেটার মোহাম্মদ নাঈম। দল প্লে-অফে না গেলেও আসরে মোট আটটি ক্যাচ নিয়েছেন এই ক্রিকেটার।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক - শরিফুল ইসলাম
দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ ২২ উইকেট। গড় ১৫.৮৬, ইকোনমি রেট ৭.৮১। সেরা বোলিং ফিগার ২৪ রানে চার উইকেট।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক - তামিম ইকবাল
দলকে শিরোপা জেতানোর পাশাপাশি চলতি আসরে সবচেয়ে বেশি রান এসেছে তামিমের ব্যাট থেকেই। ১৫ ম্যাচে ১২৭.১৩ স্ট্রাইকরেটে ৪৯২ রান করেছেন তিনি। ফিফটি ছাড়ানো ইনিংস আছে তিনটি। ব্যাট হাতে ৩৭.৮৪ গড়ই প্রমাণ দেয়, কতটা ধারাবাহিক ছিলেন তামিম।
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট - তামিম ইকবাল
আসরসেরা হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তামিমের অধিনায়কত্ব। তার নেতৃত্বে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল বরিশাল। আসরের সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছেন ১০ লাখ টাকা আর্থিক পুরস্কার।
উল্লেখ্য, আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পেয়েছেন সমান ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছেন ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়। আর আসরের সেরা ফিল্ডার পেয়েছেন ৩ লাখ টাকা।